বেঙ্গালুরু, ১২ অক্টোবর (হি.স.): রবিবার বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। হোসুরের কাছে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরে হোসুর থেকে কৃষ্ণগিরির দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেরান্ডাপল্লি বনাঞ্চলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। গাড়ির পেছনে আসা একটি লরিও ওই দুটি গাড়িতে ধাক্কা মারে, ফলে একের পর এক কয়েকটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান, নিহতদের মধ্যে সালেম জেলার ওমলুরের বাসিন্দা মুগিলনের(৩০) নাম জানা গিয়েছে। তিনি বেঙ্গালুরুর এক বেসরকারি কোচিং সেন্টারে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ বাকি তিনজনের পরিচয় শনাক্তকরণ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য