নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জম্মু ও কাশ্মীর থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করেছে। রবিবার প্রকাশিত তালিকায় তিনজন প্রার্থীর নাম রয়েছেl
জম্মু-কাশ্মীরের রাজ্যসভা নির্বাচনে বিজেপির তরফে লড়তে চলেছেন গুলাম মহম্মদ মীর, রাকেশ মহাজন ও সৎ পাল শর্মা। রবিবার জম্মু ও কাশ্মীর বিজেপির এক্স হ্যান্ডলে প্রার্থীদের নামের তালিকা পোস্ট করা হয়েছে। প্রার্থীদের মধ্যে সৎ পাল শর্মা বিজেপির জম্মু ও কাশ্মীর শাখার সভাপতি পদে রয়েছেন। ২৪ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলটির এই রাজ্যসভা আসনে নির্বাচন হওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ