ভোপাল, ১২ অক্টোবর (হি.স.) : “রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।” রবিবার এ কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, নারীশক্তির প্রতীক ও ত্যাগ-সমর্পণের এক অনন্য দৃষ্টান্ত রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া। ত্যাগ, করুণার প্রতীক, পরম শ্রদ্ধেয় রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া জিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি জনসংঘ ও বিজেপি গঠনে অনন্য অবদান রেখেছেন। তাঁর জীবন ও আদর্শ চিরকাল প্রেরণাদায়ক হয়ে থাকবে।
প্রসঙ্গত, বিজয়া রাজে সিন্ধিয়া, যিনি রাজমাতা সিন্ধিয়া নামে পরিচিত, ভারতীয় রাজনীতিবিদ এবং ব্রিটিশ রাজত্বকালে গোয়ালিয়রের শেষ শাসক মহারাজা জিওয়াজিরাও সিন্ধিয়ার সহধর্মিণী ছিলেন। পরবর্তী জীবনে, তিনি ভারতীয় সংসদের উভয় কক্ষে বারবার নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য