সুজিতের দফতরে ‘হিসাববহির্ভূত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত’
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): প্রভাবশালী নেতা ও মন্ত্রী সুজিত বসুর নানা দফতরে শনিবারের ইডি অভিযানকে তৃণমূল রাজনৈতিক বলে দাবি করলেও ইডি প্রকাশ্যে জানিয়ে দিল ওই অভিযানে প্রাপ্তির কথা। তাতে হিসাববহির্ভূত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করার কথা

 
ED

 
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): প্রভাবশালী নেতা ও মন্ত্রী সুজিত বসুর নানা দফতরে শনিবারের ইডি অভিযানকে তৃণমূল রাজনৈতিক বলে দাবি করলেও ইডি প্রকাশ্যে জানিয়ে দিল ওই অভিযানে প্রাপ্তির কথা। তাতে হিসাববহির্ভূত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

ইডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “কলকাতার ইডি আঞ্চলিক অফিস ১০.১০.২০২৫ পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ কেলেঙ্কারিতে কলকাতা এবং এর আশেপাশের ১৩টি স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করেছে। তল্লাশির সময় পশ্চিমবঙ্গের বিধায়ক এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোসের অফিস এবং তার সংস্থাগুলির বিভিন্ন দফতর ছিল। তল্লাশির সময়, সম্পত্তির নথি, ডিজিটাল ডিভাইস এবং ৪৫ লক্ষ টাকার হিসাববহির্ভূত নগদ সহ বিভিন্ন অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande