মুম্বই ও উত্তর প্রদেশে ৭.১ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৯
মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিকস সেলের বড় সাফল্য। মুম্বই ও উত্তর প্রদেশে ৬টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এক পুলিশ আ
মুম্বই ও উত্তর প্রদেশে ৭.১ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৯


মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিকস সেলের বড় সাফল্য। মুম্বই ও উত্তর প্রদেশে ৬টি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ১ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে সান্তাক্রুজ ইস্টে এক নাইজেরিয়ানকে মাদক ( কোকেন) বিক্রির সময় ধরে ফেলা হয়। তার কাছ থেকে প্রায় ৫২৩ গ্রাম মাদক ( কোকেন) উদ্ধার হয়, যার বাজারমূল্য ৫ কোটি ২৩ লক্ষ টাকা। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কুরলা, মজগাঁও, ঘোড়পদে, ভায়খলা ও বোরিভলিতে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। যাদের কাছ থেকে ২১১ গ্রাম মাদক উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা। পরে উত্তর প্রদেশে আন্তঃরাজ্য মাদকচক্রের আরও তিনকে গ্রেফতার করে পুলিশ, যাদের কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে। মোট ৯ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande