বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
12 Oct 2025
হাইলাকান্দি (অসম), ১২ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় সফররত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) বিপর্যয় মোকাবিলা করার কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিপর্যয় মোকাবিলা করার কারিগরি সরঞ্জামগুলির সেফটি অডিট করতে শুক্র ও শনিবার জেলায..
হাইলাকান্দি (অসম), ১২ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনার জাতীয় উদ্বোধনী কার্যক্রমের সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে লালা রাজ্যশ্বরপুরের থউগান মরুপ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।..
কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়ার জন্মজয়ন্তীতে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য এবং কোটি কোটি প্রণাম জানাই।” রবিবার এই মর্মে এক্সবার্তায় লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “সমাজসেবায় তাঁর..
কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.): “অপসংস্কৃতির আমদানি করা তৃণমূলের কফিনে শীঘ্রই শেষ পেরেক পুঁতে দেবে পশ্চিমবঙ্গের শিক্ষাব্রতী জনগণ।” ৪০ সেকেন্ড এবং ১৬ সেকেন্ডের দুটি ভিডিয়ো-সহ এক্স হ্যান্ডলে রবিবার এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha