কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): “আমরা চিরকাল শুনে এসেছি, ‘ভগবান ভরসা', ‘মাথার উপর ঈশ্বর আছেন’, (বা আল্লাহ আছেন)। এখন জেলখাটা আসামী কুনাল আমাদের শেখাল, এঁরা আছেন বটে, কিন্তু তৃতীয় স্থানে।”
এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই সঙ্গে তিনি জানিয়েছেন, উল্লেখিত তালিকায় আছে, “প্রথম - মমতা; দ্বিতীয় - অভিষেক; তৃতীয় - ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, ইত্যাদি।”
এই সঙ্গে তথাগতবাবু একটি পোস্ট যুক্ত করেছেন। তাতে লেখা, ”কুণাল ঘোষ বলেন, “এসআইআর নিয়ে এককাট্টা থাকুন। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এর প্রেক্ষিতেই তথাগতবাবুর প্রতিক্রিয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত