মহারাষ্ট্রের অম্বরনাথে পথদুর্ঘটনায় মৃত দুই যুবক
মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের অম্বরনাথে আইটিআইয়ের সামনে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে একটি বাইক স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম পবন হামকারে (২
মহারাষ্ট্রের অম্বরনাথে পথদুর্ঘটনায় মৃত দুই যুবক


মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের অম্বরনাথে আইটিআইয়ের সামনে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে একটি বাইক স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম পবন হামকারে (২৩) ও প্রণব বরকলে (১৭)। দু’জনেই অম্বরনাথের মুরলিধর নগরের বাসিন্দা। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে অম্বরনাথ থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande