শাহজাহানপুর, ১৩ অক্টোবর (হি.স.): মৃত আত্মীয়ের সৎকার সেরে মোটরবাইকে ফেরার পথে দ্রুতগামী এসইউভির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার পুওয়াইয়া এলাকায় রবিবার রাতের ঘটনা।
জানা গেছে, মৃত তিন জন হলেন পুওয়াইয়ার চৌদ্রা গ্রামের বাসিন্দা অজিত, গোকুল প্রসাদ ও দলপত। গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ