মেয়েকে পশ্চিমবঙ্গে পড়াতে চাই না : নির্যাতিতার বাবা
দুর্গাপুর,১৩ অক্টোবর (হি. স.) : মেয়েকে পশ্চিমবঙ্গে রাখতে চাই না। এরাজ্যে পড়াতে চাই না। সোমবার দুর্গাপুরকান্ডে এমনই দাবী তুললেন নির্যাতিতার বাবা। সেই দাবী তিনি বিধানসভার বিরোধী দলনেতার কাছে জানান। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মেয়েটির বাবাকে
মেয়েকে পশ্চিমবঙ্গে পড়াতে চাই না : নির্যাতিতার বাবা


দুর্গাপুর,১৩ অক্টোবর (হি. স.) : মেয়েকে পশ্চিমবঙ্গে রাখতে চাই না। এরাজ্যে পড়াতে চাই না। সোমবার দুর্গাপুরকান্ডে এমনই দাবী তুললেন নির্যাতিতার বাবা। সেই দাবী তিনি বিধানসভার বিরোধী দলনেতার কাছে জানান। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন মেয়েটির বাবাকে আরি বেশি বিদ্ধস্ত মনে হচ্ছিল। বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন। প্রশ্ন, তাহলে কি নির্যাতিতার বাবাকে কোনভাবে ভয় দেখানো হচ্ছে? যদিও সেসব তদন্ত সাপেক্ষ। তবে এদিন শুভেন্দু অধিকারী মেয়েটির বাবার সঙ্গে কথা বলে জানান, নির্যাতিতার বাবা ভীতসন্ত্রস্ত। বাংলায় মেয়েকে রাখতে চাইছে না। আমরাও চিকিৎসায় উদ্বিগ্ন। আমরা ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সেখানের এইমসে চিকিৎসা করানো হবে। মেয়েটির ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হবে। আমি নিজে জলেশ্বরে মেয়েটির বাড়িতে যাবো।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande