দুর্গাপুর, ১৩ অক্টোবর (হি. স.) : আরজিকরে ঘটনায় গোটা দেশ প্রতিবাদে রাস্তা নেমেছিল। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়ার ধর্ষনকান্ডে নিরব কেন শহরের নাগরিক সমাজ? তিনদিন পরও কেন একটা মোমবাতি মিছিল হল না? সোমবার দুর্গাপুরের ধর্নামঞ্চ থেকে এভাবেই প্রশ্ন ছুড়ে দিলেন সাংসদ সৌমিত্র খাঁ।
এদিন তিনি বলেন, দুর্গাপুরের ধর্ষনকান্ডে দিদির বাংলাদেশের রোহিঙ্গা ভাইরা জড়িত।
তাই, সাধারন মানুষ ভয়ে সিটিয়ে। আর জি করের ঘটনায় গোটা দেশ প্রতিবাদে পথে নেমেছিল। অথচ দুর্গাপুরে শিক্ষিত সমাজের মানুষের বসবাস। এখানে নাগরিক সমাজ এখনও নিরব। কেন এখনও প্রতিবাদে দুর্গাপুরের মানুষ পথে নামছেন না? প্রয়োজনে দুর্গাপুরে একদিনের বনধ করুন। আজ রোহিঙ্গাদের আপনার পাশের বাড়ির জমি দখল করা দেখে নিরব আছেন। না হলে আগামীকাল হয়তো আপনার বাড়ির জমি দখল হয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা