কোচবিহার, ১৩ অক্টোবর (হি.স.): বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে সাহেবগঞ্জ থানার খুটামারায়। সেখানে বিজেপির জেলা সম্পাদক তথা দিনহাটা বিধানসভার আহবায়ক জীবেশ বিশ্বাসের বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বাড়ির সামনেই বোমাবাজি হয়। এ ছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ির সামনেও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরাই বোমাবাজি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ