ঋণ অনুমোদনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেফতার ব্যাংক কর্তা সহ আরও এক
জয়পুর, ১৩ অক্টোবর (হি.স.) : ঋণ অনুমোদনের নামে ঘুষ চাওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থান গ্রামীণ ব্যাংকের কর্তা সহ আরও এক। অভিযুক্তের নাম অভিমন্যু কুমার সিং এবং ভূপেন্দ্র কুমার পারমার । পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অভিযোগকারী দুঙ্গারপুর থান
ঋণ অনুমোদনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ, গ্রেফতার ব্যাংক কর্তা সহ আরও এক


জয়পুর, ১৩ অক্টোবর (হি.স.) : ঋণ অনুমোদনের নামে ঘুষ চাওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থান গ্রামীণ ব্যাংকের কর্তা সহ আরও এক। অভিযুক্তের নাম অভিমন্যু কুমার সিং এবং ভূপেন্দ্র কুমার পারমার ।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অভিযোগকারী দুঙ্গারপুর থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ , মেটালিতে রাজস্থান গ্রামীণ ব্যাংক শাখা থেকে মোট ১১ লক্ষ টাকার ঋণের জন্য পৃথক আবেদন করেছিলেন তিনি , তাঁর ভাই এবং তাঁর মা । অভিযোগকারী ব্যাংকের কর্তার সঙ্গে দেখা করলে প্রথমে তাঁকে ঋণের ২ লক্ষ টাকা দেয় । পরবর্তীতে বাকি টাকা অনুমোদনের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন এবং আরও জানান , সেই ৫০ হাজার টাকা তুলে দিতে হবে ব্যাংক কর্তার এক পরিচিত ব্যক্তির হাতে ।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের প্রমাণ সহ গ্রেফতার করতে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মতো অভিযোগকারী ব্যাংক কর্তাকে ৪৫ হাজার টাকা টাকা দিতে যায় । সেইসময় পুলিশ অভিযুক্ত ব্যাংক প্রধান সহ তাঁর পরিচিত ব্যক্তিটিকে গ্রেফতার করে । ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande