রেওয়ারি, ১৩ অক্টোবর (হি.স.): হরিয়ানার রেওয়ারিতে দিল্লি - জয়পুর সড়ক সংলগ্ন আসালওয়াস গ্রামের কাছে সোমবার উদ্ধার এক মহিলার মৃতদেহ । তবে এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি ।
পুলিশ সূত্রে জানা গেছে , এদিন দিল্লি - জয়পুর সড়কের ধারে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটিকে রেওয়ারি হাসপাতালে পাঠায় । পুলিশের অনুমান , মৃতদেহটি ২ দিনের আগের। শরীরে কোনওরকম বাহ্যিক আঘাতের চিহ্ন নেই । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক