আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : “তহবিল স্থিতিস্থাপকতা, দুর্যোগ নয়” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ত্রিপুরাজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি, সেমিনার, র্যালি এবং মহড়া।
দিবসটি উপলক্ষে সচিবালয় প্রাঙ্গণেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের সময় জীবন ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এদিন রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি অফিসেও সচেতনতামূলক আলোচনা সভা ও বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের কর্মসূচি মানুষের মধ্যে বিপর্যয়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সতর্কতার মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে রাজ্যের প্রতিটি স্তরে বিপর্যয় ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ