কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : দুর্গাপুরে বে সরকারি মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে সেখানে গেলেন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। দুর্গাপুর যাওয়ার আগে রাজ্য়পাল সাংবাদিকদের সামনে জানালেন, আগে তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। তিনি আক্রান্ত এবং তাঁর বাবা-মায়ের পরিস্থিতি বুঝতে পারছেন। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, আগে তিনি ওই ডাক্তারি ছাত্রীর সঙ্গে কথা বলবেন। তার কাছ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। সোমবার দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত