পাথারকান্দি (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলা প্রশাসন অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে ফের শুরু করেছে উচ্ছেদ অভিযান। আজ সোমবার প্রথম দিন পাথারকান্দি থানাধীন দোহালিয়া শিববাড়ি এবং ঘিলাইটিকর এলাকায় পৃথক পৃথক অভিযানে সরকারি খাস জমিতে গড়ে তোলা বসতবাড়ি সহ ২১টি দোকানঘরকে এক্সক্যাভ্যাটরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলা এবং পাথারকান্দি সমজেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, সার্কল অফিসার, আমিন, কানুনগো বিশাল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে চলে উচ্ছেদ। তবে আপাতত ভাঙা হয়নি একটি শিবমন্দির এবং মোকাম।
জানা গেছে, আজকের উচ্ছেদ অভিযানে প্রায় সাত বিঘা সরকারি জমি উদ্ধার হয়েছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে পাথারকান্দি সার্কল প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আজকের উচ্ছেদ অভিযানের আগে বিধি অনুযায়ী বেদখলকারী বাসিন্দা এবং মন্দির ও মোকাম কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস