চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগে বিক্ষোভ পরিবারের
মেদিনীপুর, ১৩ অক্টোবর (হি.স): ফের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা। সোমবার ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মেদিনীপ
চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগে বিক্ষোভ পরিবারের


মেদিনীপুর, ১৩ অক্টোবর (হি.স): ফের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা। সোমবার ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন বেলদার বাসিন্দা শিখা দে দাস।

পরিবারের অভিযোগ, শ্বাসকষ্ট জনিত সমস্যা হলেও তা গুরুত্ব দেয়নি হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরিবার বারবার প্রসূতিকে হাসপাতালে ভর্তি রাখার আবেদন জানালেও সেই আবেদনে সাড়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গভীর রাতে ফের শারীরিক সমস্যা দেখা দেয় ওই গর্ভবতী মহিলার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে।

সোমবার সকালে মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই প্রসবের আগেই মৃত্যু হল ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলার। ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামলানোর জন্য হাসপাতাল চত্বরে রয়েছে বিশাল বাহিনী। এখনও পর্যন্ত মৃতার পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ জানানো হয়নি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাসপাতালে।

হাসপাতালের আইসিইউ-এর সামনেই অবস্থানে বসলেন মৃত অন্তঃসত্ত্বার পরিবারের সদস্যরা। যতক্ষণ না হাসপাতাল সুপার গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন ততক্ষণ তাঁরা মৃতদেহ নেবেন না বলেও দাবি করেছেন মৃতার স্বামী। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থলে যাননি হাসপাতালের কোনও আধিকারিক। রয়েছে পুলিশ বাহিনী। হাসাপাতালের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande