বীরভূম, ১৩ অক্টোবর (হি.স.): যুবকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার বীরভূমের সাঁইথিয়ার ঘটনা। মৃতের নাম ঘনশ্যাম কোনাই। সাঁইথিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঘনশ্যামের স্ত্রীর অভিযোগ, তাঁদের প্রতিবেশী তপন কেশরী এ দিন সকালে এসে চড়াও হয় তাঁর স্বামী ঘনশ্যাম কোনাইয়ের উপর৷
অভিযোগ, ঘুমন্ত ঘনশ্যামের গলা টিপে ধরে লাগাতার হুমকি দিতে থাকে তপন। ঘনশ্যামের স্ত্রীর অভিযোগ, তপন দাবি করতে থাকে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছে ঘনশ্যাম৷ ঘনশ্যামকে মারধর করার পাশাপাশি তাঁর মেয়েকে ধর্ষণের এবং ছেলেকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ঘনশ্যামের স্ত্রী অপর্ণা। এই ঘটনায় শারীরিক ও মানসিকভাবে ঘনশ্যাম অত্যন্ত ভেঙে পড়েন বলে দাবি অপর্ণার। মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে ঘটনার বেশ কিছুক্ষণ পর স্নানঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ঘনশ্যাম আত্মহত্যা করেন বলে দাবি অপর্ণার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তপন পলাতক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ