পালামু, ১৩ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের পালামুতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। একটি গাড়ি (পিকআপ ভ্যান ) এবং বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ হয় । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হুসেনাবাদ থানা এলাকার জলপা-ডাঙ্গওয়ার সড়কের বারওয়াদিহ গ্রামের কাছে । এই দুর্ঘটনায় অন্য এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয় । ঘাতক গাড়ির চালক পলাতক ।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে , একটি গাড়ি (পিকআপ ভ্যান ) এবং বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ হয় । ঘটনায় দুজন আহত হয় । এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তি চিকিৎসাধীন । মৃত যুবকের নাম অলোক খারওয়ার । আহত যুবকের নাম সুরজ খারওয়ার । তারা উভয়ই বিহারের দেহরি এলাকার মোহানিয়াবিঘার বাসিন্দা । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন