লেফাফা গ্যাংয়ের তিন দুষ্কৃতী গ্রেফতার
নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): রাস্তায় প্রবীণ নাগরিকদের গাড়ি করে ছেড়ে দেওয়ার ছলে ভুলিয়ে তাঁদের সঙ্গে থাকা টাকাকড়ি ও গয়না অন্য কিছুর সঙ্গে বদলে দিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। পরিচিত লেফাফা গ্যাং বলে। এদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জান
লেফাফা গ্যাংয়ের তিন দুষ্কৃতী গ্রেফতার


নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): রাস্তায় প্রবীণ নাগরিকদের গাড়ি করে ছেড়ে দেওয়ার ছলে ভুলিয়ে তাঁদের সঙ্গে থাকা টাকাকড়ি ও গয়না অন্য কিছুর সঙ্গে বদলে দিয়ে চম্পট দেয় এই দুষ্কৃতীরা। পরিচিত লেফাফা গ্যাং বলে। এদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানাল দিল্লি পুলিশ।

ধৃতেরা হল বছর বাহান্নর রোশন, বছর পঁয়ত্রিশের সাগর এবং বছর তেতাল্লিশের দীপক। ধরা পড়ার সময়ে তিন জন ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি গাড়িতে চড়ে যাচ্ছিল এবং এক জন প্রবীণ তাদের খপ্পরেও পড়েছিলেন তখন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande