ঝাড়গ্রাম, ১৩ অক্টোবর ( হি. স. ) : বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল জেলা বিজেপি। সোমবার ঝাড়গ্রামের জেলা শাসকের অফিসে তাদের ডেপুটেশন জমা দেন। উল্লেখ্য উত্তরবঙ্গের নাগরগকাটা তে ত্রাণ বিলি করতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধান সভার চিফ হুইফ শংকর ঘোষের উপর তৃণমূল কর্মীদের দ্বারা যে হামলা চালানো হয়ে ছিলো তার প্রতিবাদে এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি। ঝাড়গ্রাম জেলার সমস্ত আদিবাসী বিজেপির নেতাকর্মী সহ জেলার নেতৃত্বরা এদিন ঝাড়গ্রাম বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমে মিছিল করেন। মিছিলটি ঝাড়্গ্রাম শহরের পাঁচমাথা মোড় হয়ে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। এবং জেলা শাসকের কার্যালয়ের গেটে তারা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় এবং দোষীদের শাস্তির দাবি তোলে। তারপরে তারা জেলা শাসকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো