মুম্বই , ১৩ অক্টোবর (হি. স.): বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত সানি সংস্কারি কি তুলসী কুমারী ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা । ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ছবিটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সপ্তাহের শেষে আয় বৃদ্ধি পেয়েছে ।
বক্স অফিসের তরফে জানা গেছে , সানি সংস্কারি কি তুলসী কুমারী দ্বিতীয় রবিবার ৩ কোটি আয় করেছে। ছবিটির বক্স অফিসের মোট আয় এখন ৪৯.৬০ কোটিতে পৌঁছেছে । শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, রোহিত সারাফ এবং মনীশ পল।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন