অভিনেতা অশোক কুমারের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : তিনি কখনও সঞ্জয় আবার কখনো দাদামণি নামে লোকমুখে ফিরত। যদিও অভিনেতা অশোক কুমার গঙ্গোপাধ্যায় এর জন্ম বিহারের ভাগলপুরে। আসল নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। জন্মসূত্রে প্রাপ্ত ওই নামে তিনি সমধিক পরিচিত। নিজেদের বাড়িতে মজা কর
মুখ্যমন্ত্রীর তরফেও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ফেসবুকে


কলকাতা, ১৩ অক্টোবর (হি. স.) : তিনি কখনও সঞ্জয় আবার কখনো দাদামণি নামে লোকমুখে ফিরত। যদিও অভিনেতা অশোক কুমার গঙ্গোপাধ্যায় এর জন্ম বিহারের ভাগলপুরে। আসল নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। জন্মসূত্রে প্রাপ্ত ওই নামে তিনি সমধিক পরিচিত। নিজেদের বাড়িতে মজা করেই তাঁকে 'দাদামণি' - নামেও ডাকা হয়ে থাকে। ভারতীয় চলচ্চিত্র জগতের অঙ্গনে যদিও তিনি অশোক কুমার কিংবদন্তী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

উল্লেখ্য, ১৯৬৬ এবং ১৯৬৯ সালে দুই বার - 'ফিল্মফেয়ার' পুরস্কার জিতেছেন। ১৯৮৮ সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও ১৯৯৯ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ পদক জয়ী অভিনেতা অশোক কুমার। এ দেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতাদের মধ্যেই একজন হিসাবে সুবিদিত। নায়ক থেকে খলনায়ক কিংবা চরিত্রধর্মী অভিনয়ের মাধ্যমেই নিজেকে তুলে ধরেছেন জনসমক্ষে।

প্রসঙ্গত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার এবং গীতিকার কিশোর কুমার তাঁর আপন ভাই।

এদিকে, তাঁর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি এক বার্তায় তাঁর প্রতি এদিন লিখেছেন - অভিনয় জগতের কিংবদন্তী অশোক কুমারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande