ফতেহবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী
ফতেহাবাদ, ১৩ অক্টোবর (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদ পুলিশের তৎপরতায় রবিবার রাতে গ্রেফতার দুই মাদক পাচারকারী । উদ্ধার হয়েছে ২৬ কেজি মাদক । অভিযুক্তের মধ্যে দুজনেই রাজস্থানের বাসিন্দা । তাদের নাম দীনেশ এবং দেব রাম । সোমবার এক পুলিশ আধিকারিক জানান,
ফতেহবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী


ফতেহাবাদ, ১৩ অক্টোবর (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদ পুলিশের তৎপরতায় রবিবার রাতে গ্রেফতার দুই মাদক পাচারকারী । উদ্ধার হয়েছে ২৬ কেজি মাদক । অভিযুক্তের মধ্যে দুজনেই রাজস্থানের বাসিন্দা । তাদের নাম দীনেশ এবং দেব রাম ।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার রাতে ওই দুই মাদকপাচারকারী হিসার থেকে ফতেহবাদের দিকে আসছিল । বাদোপালে ৯ নম্বর জাতীয় সড়কে পুলিশ টহল দেওয়ার সময় গাড়িটিকে দেখে তাদের সন্দেহ হয় এবং গাড়িটিকে থামতে বলে । এরপর গাড়ি থেকে উদ্ধার হয় ২৬ কেজি মাদকদ্রব্য । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande