নয়ডা, ১৩ অক্টোবর (হি.স.) : দেবাংশ পান্ডে এবং আশিস চৌধুরী নাম দুই ছাত্রের উপর অতর্কিত হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠলো উত্তর প্রদেশের নয়ডায় । ঘটনাটি ঘটেছে রবিবার রাতে , বেটা ২ থানা এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত তরুণ ভাটি ও ফারাজ সহ আরও এক ব্যক্তি গাড়ি থেকে নামতে বাধ্য করে দেবাংশ পান্ডে এবং আশিস চৌধুরীকে। তাদের মারধরও করে। অকারণ আঘাত করার কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাঁধে প্রবল বচসা। বচসা একসময় চরম আকার নেয় এবং আশিসের উপর গুলি চালানো হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারাজকে গ্রেফতার করে । তবে বাকি দুজন পলাতক । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক