বিহারে বন্যায় ক্ষয়ক্ষতির জন্য জেলাশাসকের কাছে ত্রাণের আবেদন গ্রামবাসীর
পূর্ব চম্পারণ, ১৩ অক্টোবর (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষ সোমবার জেলাশাসকের কাছে ত্রাণের দাবি জানিয়েছে। সুগাউলি অঞ্চলের চিলঝাপতি সহ বেশ কয়েকটি গ্রামে বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকটি জায
বিহারে বন্যায় ক্ষয়ক্ষতির জন্য জেলাশাসকের কাছে ত্রাণের আবেদন গ্রামবাসীর


পূর্ব চম্পারণ, ১৩ অক্টোবর (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষ সোমবার জেলাশাসকের কাছে ত্রাণের দাবি জানিয়েছে। সুগাউলি অঞ্চলের চিলঝাপতি সহ বেশ কয়েকটি গ্রামে বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, বেশ কয়েকটি জায়গায় বন্যার ফলে হাজার হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে । শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে । তাদের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। তারা জানিয়েছে যে সিক্রাহনা নদী থেকে ছেড়ে দেওয়া জল গ্রামীণ ও শহরাঞ্চলে প্রভাব ফেলেছে। চিলঝাপতি গ্রামের বাসিন্দারা জেলাশাসকের কাছে ত্রাণের আবেদন জমা দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande