দাসপুরে দেশি মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ
পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার অন্তর্গত হরিরামপুর রূপনারায়ণপুর গ্রামে সোমবার সকালে দেশি মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। গ্রামবাসীদের মতে, গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্
দাসপুরে দেশি মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ


পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার অন্তর্গত হরিরামপুর রূপনারায়ণপুর গ্রামে সোমবার সকালে দেশি মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা।

গ্রামবাসীদের মতে, গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হয়ে আসছিল। ফলস্বরূপ, অনেক পুরুষ তাদের কষ্টার্জিত অর্থ মদের জন্য নষ্ট করছিলেন। সোনার গয়না, বাসনপত্র এমনকি কাপড় বিক্রি করে মদ কিনে খাচ্ছিল।

এই পরিস্থিতি দেখে গ্রামের একজন মহিলা এগিয়ে এসে মদ বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। তিনি গ্রামের সমস্ত মহিলাদের একত্রিত করেন এবং একাধিক মহিলা এতে যোগ দেন। সোমবার সকালে, মহিলারা একটি গণমিছিল বের করে।

মহিলারা খোলাখুলি ঘোষণা করেন, যদি আবার কাউকে দেশি মদ বিক্রি করতে দেখা যায়, তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। আমরা যেকোনো মূল্যে গ্রাম থেকে এই বিষ নির্মূল করব!

গ্রামবাসীরা বলছেন, এই প্রথমবারের মতো রূপনারায়ণপুরের মহিলারা এইভাবে একত্রিত হয়ে রুখে দাঁড়িয়েছেন। আন্দোলনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পার্শ্ববর্তী গ্রামের মদ বিক্রেতারাও আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ প্রশাসনকেও এই অভিযানের কথা জানানো হয়েছে। স্থানীয়রা আশা করছেন যে প্রশাসন এখন এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande