কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে বহির্মুখী সাহায্যপ্রাপ্ত প্রকল্পের সীমা বৃদ্ধির প্রস্তাব ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সোমবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর কাছে রাজ্যের জন্য বহির্মুখী সাহায্যপ্রাপ্ত প্রকল্প -এর সর্বোচ্চ সীমা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছেন। মুখ্যমন্ত্র
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সোমবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর কাছে রাজ্যের জন্য বহির্মুখী সাহায্যপ্রাপ্ত প্রকল্প -এর সর্বোচ্চ সীমা বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছেন।

মুখ্যমন্ত্রীর মতে, বর্তমান সীমাবদ্ধতার কারণে নগর উন্নয়ন ও পর্যটন দফতর এবং আগরতলা পুর নিগম-এর অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রগতির অপেক্ষায় রয়েছে। তিনি এই প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে জোর দেন।

এছাড়াও, দিল্লি সফরের সময় ডাঃ সাহা বিজেপি সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সন্তোষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে দলের নতুন রাজ্য সভাপতি নির্বাচনসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande