বিলোনিয়ায় শিশুদের শৈশবকালীন শিক্ষার উপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের সূচনা
বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা দফতরের উদ্যোগে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিশুদের শৈশবকালীন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন


বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা দফতরের উদ্যোগে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিশুদের শৈশবকালীন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শিবির।

বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দফতরের ওএসডি কমল পাল দেববর্মা, প্রধান শিক্ষক স্বরূপ সাহা এবং বিদ্যালয় পরিদর্শক চমচম দেওয়ান।

স্বাগত ভাষণ রাখেন ওএসডি কমল পাল দেববর্মা। তিনি বলেন, “শিশুদের মা-বাবার পর প্রথম গুরু হলেন শিক্ষক। শৈশবেই যদি সঠিক শিক্ষা ও যত্ন দেওয়া যায়, তাহলে তারাই আগামী দিনে প্রকৃত মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।”

এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ জেলার প্রি-প্রাইমারি স্তরের ইউজিটি, জিটি ও সিটি পর্যায়ের ১০০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। শিক্ষা দফতরের আটজন রিসোর্স পার্সন তিন দিন ধরে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল শিশুদের শৈশবকালীন শিক্ষাকে যত্নের সঙ্গে বাস্তবমুখী ও আনন্দদায়ক করে তোলা, যাতে তারা ভবিষ্যতে সমাজে সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande