রাজধানীর রামঠাকুর পাঠশালায় দুঃসাহসিক চুরি — সাত দিনে তিন বিদ্যালয়ে একই ঘটনা
আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : রাজধানীর শিক্ষাঙ্গনে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। সাত দিনের ব্যবধানে তৃতীয় বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল পূর্ব আগরতলা থানাধীন টাউন প্রতাপগড়ের রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জানা গেছে, র
বিদ্যালয়ে চুরি


আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : রাজধানীর শিক্ষাঙ্গনে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। সাত দিনের ব্যবধানে তৃতীয় বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল পূর্ব আগরতলা থানাধীন টাউন প্রতাপগড়ের রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

জানা গেছে, রবিবার রাতের কোন এক সময়ে চোরের দল বিদ্যালয়ের পেছনের উন্মুক্ত অংশ দিয়ে প্রবেশ করে। এরপর কলাপসেবল গেট ও অফিস রুমের একাধিক তালা কেটে প্রধান শিক্ষকের কক্ষ, প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের রুম এবং অফিস রুমে থাকা প্রায় দশটি গোদরেজ আলমারি তছনছ করে।

শিক্ষক-শিক্ষিকাদের অনুমান, মূল লক্ষ্য ছিল টাকা চুরি করা। কারণ, কম্পিউটার, মিড-ডে মিলের গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় রয়েছে। তবে টাকা না পেয়ে ব্যর্থ চোরেরা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

সোমবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে এসে তালা ভাঙা অবস্থায় অফিস রুম দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আইভি লতা দেববর্মাকে খবর দেন। তিনি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মহারাজগঞ্জ বাজার ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ঘটনাটি সাধারণ চুরি নয় বরং পরিকল্পিত ডাকাত দলের অভিযান বলেই মনে হচ্ছে। বিশেষত যেভাবে তালা কেটে ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যালয়ে প্রবেশ করা হয়েছে, তাতে তাদের অনুমান আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, বিদ্যালয়ের নাইটগার্ডের সম্প্রতি মৃত্যু হওয়ার পর থেকে বিদ্যালয়ে কোন নিরাপত্তাকর্মী ছিল না। ফলে রাতের বেলায় প্রহরার অভাবে সুযোগ পেয়েছে চোরের দল।

এদিকে বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এদিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটে, যা নিয়ে হতাশা প্রকাশ করেছে ছাত্রীরা। পরে শিক্ষা দফতরের পাঠানো লিংকের মাধ্যমে তারা অনুষ্ঠানটি দেখার সুযোগ পায়।

রাজধানীতে একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনায় জনমনে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত এক সপ্তাহে রাজধানীর তিনটি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় শিক্ষা মহল ও অভিভাবক সমাজে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande