সোনামুড়া (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : সীমান্তবর্তী ত্রিপুরার সিপাহিজলা জেলায় বড়সড় সাফল্য অর্জন করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সোমবার উভয় সংস্থার যৌথ অভিযানে প্রায় ১৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সূত্রে জানা যায়, ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কলমচৌড়া থানার মধ্য বক্সনগর এলাকায় স্থানীয় এক মহিলার বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে অভিযান চালানো হয়।
তল্লাশির সময় অভিযানে বাদামী টেপে মোড়ানো ১৬টি প্যাকেট উদ্ধার হয়, যা অমল হোসেনের স্ত্রী পিয়ালি খাতুন (৩৩) (কাল্পনিক নাম)-এর বাড়ির রান্নাঘরের ভেতরে পুঁতে রাখা ছিল। প্যাকেটগুলি খুলে দেখা যায়, তার মধ্যে প্রায় ১৬ কিলোগ্রাম ইয়াবা ট্যাবলেট, যার সংখ্যা আনুমানিক ১.৬ লক্ষ পিস।
বিএসএফ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, জব্দ করা মাদকের আন্তর্জাতিক কালোবাজারি মূল্য প্রায় ১৬ কোটি টাকা। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক পিয়ালি খাতুনকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আগরতলার এনসিবি দফতরে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জানায়, রাত ১১টা ১০ মিনিট থেকে ভোর ২টা পর্যন্ত চলা এই অভিযান ছিল তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আন্তঃসংস্থা সমন্বয়ের ফল। মাদক চোরাচালান ও সীমান্তবর্তী অপরাধ দমনে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
বিএসএফ আরও জানিয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং ত্রিপুরা হয়ে অবৈধ মাদক পাচার রোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ