মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। একটি বাইক ও ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে কাসেডি এলাকায়।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম বিনোদ পাতিল (২৯)। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। ওই যুবক বশিন্দের একটি কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার ভোরে বিনোদ পাতিল কাসেডি গ্রামে তার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তখন একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন