ডিমা হাসাও জেলায় বিজেপির ৩৫ জন কার্যকর্তা ও সমর্থকের কংগ্রেসে যোগদান
হাফলং (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায় দল বদলের পালা অব্যাহত। আজ মঙ্গলবার ৩৫ জন বিজেপির কর্মী ও সমর্থক কংগ্রেসে নাম লিখিয়েছেন। হাফলং রাজীব ভবনে এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক
কংগ্রেসে যোগদানকারী বিজেপির কার্যকর্তা ও সমর্থকগণ


হাফলং (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায় দল বদলের পালা অব্যাহত। আজ মঙ্গলবার ৩৫ জন বিজেপির কর্মী ও সমর্থক কংগ্রেসে নাম লিখিয়েছেন।

হাফলং রাজীব ভবনে এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা অসম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক মনোজ চৌহান, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি হাইজেরাংবে নিউমে এবং দলের বহু নেতা-কর্মীর উপস্থিতিতে বিজেপির ৩৫ জন মহিলা ও পুরুষ কার্যকর্তা এবং সমর্থক কংগ্রেস দলে যোগদান করেছেন।

এদিকে এই যোগদান কর্মসূচির আগে ডিমা হাসাও জেলা কংগ্রেসের উদ্যোগে এক এক গণস্বাক্ষর কার্যসূচির আয়োজন করা হয়। ‘ভোট চোর গদি চোর’ শীর্ষক কর্মসূচির অঙ্গ হিসেবে পরিচালিত গণস্বাক্ষর কার্যসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক মনোজ চৌহান।

গণস্বাক্ষর কার্যসূচির এআইসিসির সাধারণ সম্পাদক মনোজ চৌহান কংগ্রেসের বুথ কমিটি ও মণ্ডল কংগ্রেস কমিটির কর্মী ও পদাধিকারীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে মনোজ চৌহান সাংবাদিকদের বলেন, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে অসমে বিজেপির সরকার হচ্ছে না। এই দাবি করে তিনি বলেন, গত দশদিন থেকে তিনি অসমের বিভিন্ন জেলায় সাংগঠনিক কাজে সফর করে দেখেছেন, বর্তমানে রাজ্যে বিজেপি সরকারের ওপর মানুষের মধ্যে আক্রোশ দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি ত্যাগ করে বিজেপির নেতা ও কর্মী কংগ্রেস দলে যোগদান করছেন।

তিনি বলেন, তিনদিন আগে ঢেকিয়াজুলিতে বিজেপি ছেড়ে বহু বিজেপি নেতা-কর্মী কংগ্রেসে যোগদান করেছেন। আজ এখানে রাজীব ভবনে কংগ্রেসে যোগদান করেছেন ৩৫ বিজেপির কর্মী-সমর্থক।

মনোজ চৌহান সাংবাদিকদের বলেন, সমগ্র দেশে নির্বাচন কমিশন ও বিজেপি মিলে ভোট চুরি করে দেশের বিভিন্ন রাজ্যে সরকার গঠন করছে বিজেপি। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এর সত্যতা দেশের সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন। তাই তৃতীয় পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে সমগ্র দেশজুড়ে ‘ভোট চোর গদি চোর’-এর ওপর গণস্বাক্ষর কার্যসূচি চলছে। এই গণস্বাক্ষর কার্যসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

তিনি বলেন, সমগ্র দেশজুড়ে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধার্য করার পাশাপাশি অসমে ৩৫ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করবে কংগ্রেস, বলেন এআইসিসির সাধারণ সম্পাদক মনোজ চৌহান।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande