কল্যাণপুর (ত্রিপুরা), ১৪ অক্টোবর (হি.স.) : বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে স্পর্শ লেগে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল খোয়াই জেলার কল্যাণপুরে। ঘটনায় ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কল্যাণপুর থানার অন্তর্গত পশ্চিম ঘিলাতলী মনিপুরী বস্তি এলাকায় বিদ্যুতের একটি ছিঁড়ে পড়া তারে জড়িয়ে অজয় দেবনাথ (বয়স আনুমানিক ২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে কল্যাণপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নষ্ট বৈদ্যুতিক তার ও খুঁটির বিষয়ে বিদ্যুৎ দফতরকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা কল্যাণপুর বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি যাতে পুনরায় অবনতি না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ