বারাণসী, ১৪ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসীর আরডলি বাজার দুধসত্তির কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। । মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওই এলাকার থানার ইনচার্জ জানিয়েছেন, মৃত যুবকের নাম বল্লু, গোলঘর কোর্টের বাসিন্দা যোগেন্দ্রর ছেলে। তিনি জানিয়েছেন, যুবকের মৃত্যু সম্ভবত পথ দুর্ঘটনায় হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, মৃতের ভাগ্নে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার কাকা (বল্লু) একজন মাদকাসক্ত ছিলেন এবং তিনি তার বাড়ি বিক্রি করে দিয়েছিলেন। তিনি প্রায়শই আরডলি বাজার মোড় এর কাছে নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে থাকতেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি