কালীপুজোর সময়ে সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): বিজয়া উপলক্ষে শহরে না থাকলেও দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কালীপুজোর সময়ে সতর্ক থাকতে। কালীপুজোর পর ছট পুজো আছে। সেই সময়ও যাতে কোনও সমস্যা না হয় তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। মম
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): বিজয়া উপলক্ষে শহরে না থাকলেও দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কালীপুজোর সময়ে সতর্ক থাকতে।

কালীপুজোর পর ছট পুজো আছে। সেই সময়ও যাতে কোনও সমস্যা না হয় তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। মমতার স্পষ্ট বার্তা - যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে। দায়িত্ব আমাদেরই।

দলনেত্রীর সুরে সুর মিলিয়েই সুব্রত বক্সী বলেন - আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে যাতে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারি। সবারই দলে একটা দায়িত্ব আছে। সামনের বছর নির্বাচন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়যুক্ত করে বাংলার মসনদে বসাতে হবে।

দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন। তাই কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে অডিও বার্তা পাঠান তিনি। তাতেই সতর্কতার বার্তা পাঠান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande