শিশু চুরির অভিযোগ, চাঞ্চল্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে
বর্ধমান, ১৪ অক্টোবর (হি.স.): শিশু চুরির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালায় এক অজ্ঞাতপরিচয় মহিলা। এ দিন বীরভূমের কীর্ণাহারের বলরামপুরের বাসিন্দা এক মহিলা
শিশু চুরির অভিযোগ, চাঞ্চল্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে


বর্ধমান, ১৪ অক্টোবর (হি.স.): শিশু চুরির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালায় এক অজ্ঞাতপরিচয় মহিলা। এ দিন বীরভূমের কীর্ণাহারের বলরামপুরের বাসিন্দা এক মহিলা তাঁর শিশুকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তাঁর মা। ওই সময় এক মহিলা শিশুটিকে আদর করতে করতে কোলে নেন এবং কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যান বলে অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande