রোহতকে কৃষিজমির মধ্যে ঘর থেকে উদ্ধার পুলিশ কর্মীর দেহ, ঘনীভূত রহস্য
রোহতক, ১৪ অক্টোবর (হি.স.): হরিয়ানার রোহতকে কৃষিজমির মধ্যে ঘর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর দেহ। এই ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। মঙ্গলবার রোহতকের লাধোত গ্রামে কৃষিক্ষেত্রের কাছে নির্মিত একটি ঘরে সন্দেহজনক পরিস্থিতিতে এক পুলিশ কর্মীর মৃতদেহ পাওয়া গেছে
মৃতদেহ উদ্ধার


রোহতক, ১৪ অক্টোবর (হি.স.): হরিয়ানার রোহতকে কৃষিজমির মধ্যে ঘর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর দেহ। এই ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। মঙ্গলবার রোহতকের লাধোত গ্রামে কৃষিক্ষেত্রের কাছে নির্মিত একটি ঘরে সন্দেহজনক পরিস্থিতিতে এক পুলিশ কর্মীর মৃতদেহ পাওয়া গেছে। রোহতকের পুলিশ সুপার সুরেন্দ্র সিং ভোরিয়া বলেন, মৃত পুলিশ কর্মী আমাদের পুলিশ বিভাগের একজন পরিশ্রমী এএসআই ছিলেন। তাঁর নাম - সন্দীপ। তিনি অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ছিলেন। তার মৃতদেহ পাওয়া গেছে। এখানে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং তদন্ত চলছে। তাকে সাইবার সেলে নিযুক্ত করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande