কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.): উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়েছে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সভাপতিত্ব করেন। জেলাস্তরে উন্নয়ন ও নজরদারি শীর্ষক এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। পোশাকি নাম - ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটি মিটিং। এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরাও। অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে মহকুমা শাসক, রায়গঞ্জ পৌরসভার প্রতিনিধিরাও। সেইসঙ্গে জেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক তৎসহ অন্যান্যরা। এদিনের সভায় জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বিশেষতঃ - ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, ‘পথশ্রী’ এবং ‘কর্মশ্রী’ প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন জেলাশাসক। সরকারি সূত্রেই এ পর্যন্ত জানা গেছে যে, জেলায় প্রস্তাবিত ৮৪৪টি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মধ্যে ইতিমধ্যেই ৭৭৬টি শিবির সম্পন্ন হয়েছে। প্রায় ১০,২৯৫টি প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং এ পর্যন্ত বরাদ্দ হয়েছে প্রায় ৯৮.৫ কোটি টাকা। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা এদিন আরো বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রকল্প দ্রুত ও স্বচ্ছভাবে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। সমস্ত দপ্তরকে সমন্বয়ের মাধ্যমেই নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই প্রসঙ্গে আরও জানান যে, প্রশাসনের প্রধান লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়নের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত