দুর্গাপুর গণধর্ষণকান্ড: করুণাময়ী মোড়ের কাছে বিজেপির বিক্ষোভ
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সল্টলেকে করুণাময়ী মোড়ের কাছে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। পথচলতি মহিলাদের হাতে ত
দুর্গাপুর গণধর্ষণকান্ড: করুণাময়ী মোড়ের কাছে বিজেপির বিক্ষোভ


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সল্টলেকে করুণাময়ী মোড়ের কাছে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। পথচলতি মহিলাদের হাতে তাঁরা লঙ্কার গুঁড়োর প্যাকেট তুলে দেন। তাঁরা পথচলতি মহিলাদের হাতে লঙ্কার গুঁড়োর প্যাকেট তুলে দেওয়ার মাধ্যমে মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ওই বক্তব্যের প্রতিবাদ করেন।

তাঁদের দাবি, রাজ্যে নারী সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য মেনে নেওয়া যায় না। তাই নারী সুরক্ষার স্বার্থে লঙ্কার গুঁড়ো মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande