দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ-কাণ্ডে ধৃতদের নিয়ে তাদের গ্রাম ও ঘটনাস্থলে গেল পুলিশ। মঙ্গলবার প্রথমে দু’জন ধৃতকে নিয়ে তাদের গ্রামে যান তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে পাওয়া তথ্য ও জেরায় মেলা তথ্য মিলিয়ে দেখা হবে। এর পরে পুলিশের একটি দল বেসরকারি ওই মেডিক্যাল কলেজে যায়। এক জন ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ