নির্বাচনী আদর্শ আচরণ বিধি এখনও বলবৎ হয়নি, স্পষ্টীকরণ পুর কমিশনারের
শিলচর (অসম), ১৪ অক্টোবর (হি.স.) : সাম্প্রতিককালে কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে শিলচর পুর নিগমের নাম ব্যবহার করে একটি তথাকথিত সরকারি নথি প্রচারিত হয়েছে, যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকাশিত হয়েছে। ওই নথিটি ভুল ব্যাখ্যা করে কিছু মাধ্যমে শিলচর পুর নিগমের আসন্ন নির্বাচনে মডেল কোড অব কনডাক্ট কার্যকর হয়েছে বলে চাউর হওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতি জারি করে পুর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং (আইএএস) জানান, ‘অসম রাজ্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত শিলচর পুর নিগম নির্বাচনের জন্য কোনও নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি করেনি কিংবা নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়নি।’ এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছেন, ‘পুর নিগমের কার্যালয় থেকে জারিকৃত কোনও সরকারি নথি অনুমোদিত কর্তৃপক্ষের যাচাই ও অনুমতি ছাড়া প্রচার বা ব্যাখ্যা করা যাবে না।’
পুর কমিশনার সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান, তথ্য প্রচারের আগে তার প্রামাণিকতা যাচাই করে নিতে, যাতে জনমনে বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় জল্পনা সৃষ্টি না হয়।
শিলচর পুর নিগম আশ্বস্ত করেছে, তারা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং সরকারি তথ্য ও বিজ্ঞপ্তি শুধুমাত্র অনুমোদিত ও সরকারি মাধ্যমে প্রচার করা হবে। শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস