দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ধৃত বেড়ে ৬, এবার নির্যাতিতার বন্ধুও গ্রেফতার
দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। নির্যাতিতার বন্ধুকেও এবার গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ওয়াসিফ আলি। শুক্রবার এই ঘটনা
দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ধৃত বেড়ে ৬, এবার নির্যাতিতার বন্ধুও গ্রেফতার


দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। নির্যাতিতার বন্ধুকেও এবার গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায় মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ওয়াসিফ আলি। শুক্রবার এই ঘটনা জানাজানি হওয়ার পরে এই সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করে। সহপাঠী গ্রেফতার হওয়ার পরে দুর্গাপুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ছয়। এদিকে, দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এদিন ঘটনাস্থলে চলে পুর্ননির্মাণ। অভিযুক্ত ও নির্যাতিতার বয়ান মিলিয়ে দেখা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande