কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। মঙ্গলবার শমীককে দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শমীকের স্বাস্থ্যের খোঁজখবর নেন শুভেন্দু অধিকারী। দ্রুত আরোগ্য কামনাও করেন।
জ্বর নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন শমীক। টানা কয়েকদিন ধরে জ্বর না কমায় হাসপাতালে ভর্তি হন তিনি। বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ওষুধ খেয়েও জ্বর কমেনি শমীক ভট্টাচার্যের। সেই নিয়েই দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা