কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : খগেন মুর্মু এবং শংকর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত ঘটনায় রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল।
আগামী ২৭ অক্টোবর এই সংক্রান্ত মামলার শুনানি। এর মধ্যেই দুই বিজেপি নেতার উপরে হামলার ঘটনায় কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত