কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক হয়। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীনে গঙ্গাসাগর মেলা অফিসে এই বৈঠক হয়। আসন্ন সাগরমেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক হয়েছে। এদিনের বৈঠকে পৌরহিত্য করেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহকারি সভাধিপতি শ্রীমন্ত মালি, জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার শৈলজা দাস, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল কৌস্তভদীপ্ত আচার্য, অতিরিক্ত জেলাশাসক সহ সেচ, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি দফতর সহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য, আগামী ২০২৬ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে গঙ্গাসাগর মেলা আরম্ভ । কিন্তু ক্রমাগত সাগরতটের ভাঙনের জেরে প্রশাসন একরকম দিশেহারা। দ্রুত ভাঙন এলাকায় মেরামত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকের পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, সমুদ্রের ক্রমাগত ভাঙনে উদ্বেগ বাড়ছে। তবে সেচ দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক থেকে ছয় নম্বর স্থানঘাট পর্যন্ত দ্রুত মেরামত করতে হবে। এর রেশ টেনেই
জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, মেলার পরিকাঠামার সঙ্গে যুক্ত সব দফতরকে নিয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবারও কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর পলি কাটার উপর জোর দেওয়া হচ্ছে। গতবারের মতো এবারও সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। পরিবহন ও যাতায়াতের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত