কলকাতা, ১৪ অক্টোবর, (হি.স.): দুর্গাপুরের ঘটনায় যে জায়গায় ধর্না চলছে, সেখানকার কর্তৃপক্ষের (আসানসোল, দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি) অনুমতি রয়েছে। ফলে আদালত ওই কর্মসূচিতে কোনও হস্তক্ষেপ করবে না। আইন অনুযায়ী পুলিশকে কাজ করতে হবে। অর্থাৎ ধর্না চালিয়ে নিয়ে যেতে পারবে বিজেপি।
মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল তাঁর এই পর্যবেক্ষণ জানান। অর্থাৎ, দুর্গাপুরের ঘটনায় বিজেপির ধর্নায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। পুলিশকে আইন মেনে কাজ করতে বলল আদালত।
দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণ’-এর ঘটনায় তিনি যেখানে পড়তেন, সেই মেডিক্যাল কলেজের সামনে ধর্না কর্মসূচি চালাচ্ছে বিজেপি। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত তারা ওই কর্মসূচি করতে চায়। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয় বিজেপি। মামলা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত