চণ্ডীগড়, ১৪ অক্টোবর (হি.স.): হরিয়ানার আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যা কাণ্ডে ছুটিতে পাঠানো হয়েছে হরিয়ানার ডিজি শত্রুজিৎ কাপুরকে। তাঁর জায়গায় আইপিএস ওম প্রকাশ সিংকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন হরিয়ানা পুলিশ হাউজিং কর্পোরেশনের ম্যানেজিং ডিটেক্টর। বর্তমান পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি হরিয়ানার ডিজি-র অতিরিক্ত দায়িত্বভারও আপাতত দেওয়া হয়েছে তাঁকে।
উল্লেখ্য, প্রয়াত আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের শেষ চিঠিতে শত্রুজিৎ কাপুর-সহ মোট ৮ জন ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ৭ অক্টোবর নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন পূরণ। তাঁর ‘লিখে’ যাওয়া চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে, তাঁকে নিয়মিত জাতিগত বৈষম্য, মানসিক নির্যাতন, প্রকাশ্যে অপমান ও হয়রানির শিকার হতে হয়েছে। ওই চিঠিতে নাম রয়েছে রাজ্যের ডিজি শত্রুজিৎ কাপুর এবং রোহতকের এসপি নরেন্দ্র বিজারনিয়ার।
ওয়াই পূরণ কুমারের আত্মহত্যা কাণ্ড গত কয়েকদিনে হরিয়ানার রাজনীতিতে আলোড়ন তুলেছে। ওয়াই পূরণ কুমারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন বহু রাজনৈতিক নেতা। মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ওয়াই পূরণ কুমারের পরিবারের সঙ্গে দেখা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ