খগেন-শংকরের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে মামলার শুনানী
Hearing of case seeking NIA probe into attack on Khagen-Shankar
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১৪ অক্টোবর, (হি.স.): খগেন মুর্মু এবং শংকর ঘোষের উপর হামলার ঘটনার এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে।

শুনানিতে মামলাকারী আইনজীবী ঘটনায় এনআইএ কিংবা সিবিআইকে দিয়ে ঘটনার তদন্তের আবেদন জানান। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মামলাকারী আইনজীবীর অভিযোগ, এফআইআরে পুলিশ খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়নি। শুনানি শেষে আদালত কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দিতে পুলিশকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বন্যা কবলিত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। তাঁদের লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় গাড়ি। ইটের আঘাতে আহত হন দুই বিজেপি নেতাই। শুধু তাই নয়, একেবারে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সাংসদকে।

জানা যায়, ইটের আঘাতে খগেনবাবুর চোখের নিচে হাড় ভেঙে যায়। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মোট আটজনের নামে নাগরাকাটা থানায় এফআইআর দায়ের করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande